ফের বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা পেলেন ইলন মাস্ক । টেসলার শেয়ারের পতনের পর দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন মাস্ক । তবে ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বার্নার্ড আর্নল্ড-কে হারিয়ে আবারও সেরার সেরা হয়েছেন মাস্ক । বর্তমানে মাস্কের সম্পত্তি কত জানেন ?
চলতি বছর টেসলার শেয়ার দর প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পায় মাস্কের । ফলে সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫৮৩০ কোটি ডলার বৃদ্ধি পায় । ইলনের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায়, ১৯২.৩ বিলিয়ন বা ১৯ হাজার কোটি ডলারেররও বেশি। দ্বিতীয় স্থানে থাকা আর্নল্ডের সম্পত্তি পরিমাণ ১৮৬.৬ বিলিয়ন ডলার ।