টুইটারের (Twitter) পর কি এবার ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকাকোলা (Coca-Cola) কিনে নেবেন এলন মাস্ক (Elon Musk)! সদ্য একটি টুইটে সেই জল্পনাই শুরু হয়েছে। বৃহস্পতিবার একটি টুইট করেন স্পেস এক্স ও টেসলার কর্তা। তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে।
টুইটারে এলন মাস্ক লেখেন, "এরপর কোকাকোলা কিনছি। ফের কোকেনও মেশানো হবে।" মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর মাস্কের এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২৩ লক্ষ মানুষ এই টুইটটি পছন্দ করেছেন। রিটুইট হয়েছে সাড়ে তিন লক্ষের বেশি। তবে টুইটটি রসিকতা করেই করেছেন, বলে মনে করিয়ে দেন মাস্ক।
আরও পড়ুন: ৪ মে থেকে বাজারে আসছে এলআইসি-র আইপিও, কত টাকায় কেনা যাবে শেয়ার, জেনে নিন
তবে অনেকেই মনে করছেন, টুইটার কিনলেও কোকাকোলার মতো সংস্থা কেনা এখনই মাস্কের পক্ষে সম্ভব নয়। বর্তমানে কোকাকোলার বাজারদর ২৮ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। যা মাস্কের মোট সম্পত্তির থেকেও অনেকটা বেশি।
গত ২৫ এপ্রিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন এলন মাস্ক। টুইটারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আগে একটা মজার ঘটনা হয়েছিল এই টুইটারেই। ২০১৭ সালে মজার ছলে টুইটার কেনার কথা বলেন মাস্ক। কিন্তু ২০২২ সালে টুইটারকে কিনে ফেলার পর, বোঝা যায় সেটা নিছক রসিকতা ছিল না। জানা গিয়েছে, জানুয়ারি থেকে টুইটারের স্টক কেনা শুরু করেন এলন মাস্ক। ১৪ মার্চের মধ্যে ৫ শতাংশ স্টেক কিনে ফেলেন তিনি। ৪ এপ্রিল টুইটারের ৯.২ শতাংশ স্টেক কেনেন মাস্ক। যার মূল্য কমপক্ষে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার।
এরপরই টুইটার সংস্থার সবচেয়ে বেশি শেয়ার নিজের দখলে নিয়ে নেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়াল জানান, টুইটার সংস্থার বোর্ডে নিযুক্ত করা হবে এলন মাস্ককে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন মাস্ক। ১৪ এপ্রিল, টুইটার কর্তৃপক্ষকে ৪৩৪০ কোটি মার্কিন ডলারে টুইটার বিক্রি করার প্রস্তাব রাখেন এলন মাস্ক।