ঋণগ্রহীতাদের কপালে দুশ্চিন্তার ছাপ। বাড়ল ঋণের বোঝা। কারণ এমসিএলআর (MCLR) বৃদ্ধি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ঋণগ্রহীতাদের উপর বাড়ল করের বোঝা। মেয়াদী ঋণের (EMI) খরচে ১০ বেসিস পয়েন্ট বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নিয়ম কার্যকর হল ১৫ই জানুয়ারি অর্থাৎ রবিবার থেকেই। এর ফলে গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ও ব্যক্তিগত ঋণের EMI-এর পরিমাণ বাড়ল।
কী এই এমসিএলআর?
যে কোন ব্যাঙ্ক বা কোনও অর্থনৈতিক সংস্থা গ্রাহকদের সর্বনিম্ন যে পরিমাণ টাকা ধার দেয় সেটিকে বলা হয় এমসিএলআর। এই হারের উপরেই EMI এর পরিমাণ নির্ভর করে। ফলে এমসিএলআর বেশি হলে বেড়ে যায় EMI-এর বোঝা।
আরও পড়ুন- 'সিঙ্গল বিজনেস আইডেন্টিফিকেশন' হিসাবে স্বীকৃতি পাবে প্যান? কেন্দ্রের সিদ্ধান্তে জল্পনা
বর্তমানে ১ বছরের মেয়াদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমসিএলআর এর পরিমাণ ৭.৭০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৮০ শতাংশ করেছে। ফলে ১০ বেসিস পয়েন্টে বেড়েছে এমসিএলআর।