ব্যাপক হারে কর্মী ছাটাইয়ের পরেই ফেসবুকে গোলযোগ। Downdetector সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এবং অ্যাড ম্যানেজার সার্ভিসে লগ-ইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা। সকাল ৯টা থেকে এই সমস্যা দিল্লি, মুম্বই, কলকাতার মতো ভারতের একাধিক বড় শহরে দেখা গিয়েছে।
বুধবার সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। এরপরই গণ ছাঁটাইয়ের পথে হাঁটে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। আর ছাঁটাইয়ে পর দিনই ফেসবুকে গোলযোগ শুরু হওয়ায় অনেকেই কর্মী ছাঁটাইকে দায়ি করছেন।
অক্টোবর মাসে কোম্পানির ক্ষতির হিসেব দিয়েছিল মেটা । বলা হয়েছিল, মেটার স্টক মার্কেটে ভ্যালু অনেক কমে গিয়েছে। ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে সংস্থা । তাছাড়া, মেটার একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও, এখনও পর্যন্ত লাভের মুখ দেখেনি সংস্থা । যার জেরে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম-এর মতো প্ল্যাটফর্মগুলিতে । এর আগে সংস্থার কর্মীদের বেতন হ্রাস করে আর্থিক মন্দা মোকাবিলার চেষ্টা করেছিল সংস্থা ।