শীতের মরশুমেই ফ্যানের দাম বাড়ার(Fan Price Hike) সম্ভাবনা। প্রায় ৮ থেকে ২০ শতাংশ দাম বাড়তে পারে বলেই খবর। শীতের আর মাত্র ক'টা দিন বাকি। হাড়কাঁপানো ঠাণ্ডায় জবুথবু রাজ্যবাসী। আর তার মাঝেই এবার টেবিল বা সিলিং ফ্যানের দাম বৃদ্ধির(Fan Price Hike) খবরে প্রমাদ গুণছেন মধ্যবিত্ত মানুষ।
পাশাপাশি, চলতি বছরের প্রথম দিন থেকেই থেকে বিদ্যুৎ সাশ্রয়কারী স্টার রেটিংপ্রাপ্ত ফ্যান বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির (Bureau of Energy Efficiency) তরফে সংস্থাগুলিকে ফ্যানে ১ থেকে ৫-এর মধ্যে নিজেদের স্টার রেটিং দিতে হবে। হিসেব বলছে, ১ স্টারের ফ্যানগুলি ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে। আবার ৫ স্টারের ফ্যানগুলির(Fan Price Hike) মাধ্যমে ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে।
আরও পড়ুন- Burdwan Puppet Show: টাউন হলে জাতীয় পুতুল নাটক উৎসব, শীতের আমেজ ফেরাল বর্ধমান
হ্যাভেলস(Havells), ঊষা(Usha), ওরিয়েন্টের(Orient) মতো সংস্থাগুলির দাবি, ৫ স্টার ফ্য়ান তৈরিতে নতুন আমদানিকৃত মোটর ও ইলেকট্রনিক সরঞ্জাম লাগবে। ফলে সংস্থাগুলি ফ্যানের দাম ৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির পথেই হাঁটতে বাধ্য হয়েছে।