ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে পুরনো স্থায়ী আমানত নয়, নতুন করে যে সমস্ত গ্রাহকেরা ফিক্সড ডিপোজিট করবেন, তাঁরাই এই সুবিধা পাবেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশকুমার খাঁড়া।
একদিন আগেই রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট ৪.৯০ শতাংশ করা হয়েছে। এরপরেই স্থায়ী আমানতে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসবিআই।
এই মুহূর্তে এসবিআই তাঁদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৫.১০ শতাংশ সুদ দিয়ে থাকে। যে সমস্ত গ্রাহকের স্থায়ী আমানত বারো থেকে চব্বিশ মাসের তাঁরা এই সুদ পেয়ে থাকেন। তিন থেকে পাঁচ বছরের জন্য স্থায়ী আমানত হলে ৫.৪৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
বুধবার মনিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত মতো রেপো রেটে পরিবর্তন আনা হয়। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় রেপো রেট। নতুন রেপো রেট হয় ৪.৯ শতাংশ। এর আগে করোনা পরবর্তী সময় ১১ দফায় রেপো রেট অপরিবর্তীত ছিল। আরবিআইয়ের দাবি, ধীরে ধীরে দেশের অর্থনীতির হাল ফেরায় রেপো রেট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।