দিন কয়েক আগেই Realme C সিরিজের নতুন ফোন লঞ্চ হয়েছে । জানা গিয়েছে, আইফোনের মতো ফিচার রয়েছে Realme C55-এ । আবার দামও একেবারে সাধ্যের মধ্যে । কীভাবে কিনবেন ? সেই সুযোগ করে দিচ্ছে ফ্লিপকার্ট । সেইসঙ্গে রয়েছে আকর্ষণীয় অফার । ফলে অনেক কম দামেই পেয়ে যেতে পারেন একেবারে লেটেস্ট ফোনটি ।
জানা গিয়েছে, C55 ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার দামও আলাদা আলাদা । মোটামুটি ১০ হাজার থেকে ১৩০০০-এর মধ্যেই পাওয়া যাচ্ছে ফোনটি । আর ফ্লিপকার্টে আরও অফার দেওয়া হচ্ছে । ফ্লিপকার্টে ফোন কেনার সময় HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দিলে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে । এছাড়াও, বেস ভ্যারিয়েন্ট কিনলে ১০৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং টপ ভ্যারিয়েন্টে ১৩,৪৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ।
IPhone 14 Pro- এর ডায়নামিক আইল্যান্ডের মতো Realme C55- এ মিনি ক্যাপসুল ডিসপ্লে দেওয়া হয়েছে । এছাড়া, ফোনের পিছনের প্যানেলে দু’টি রিয়ার ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেন্সর সহ দেওয়া হয়েছে । ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে।