এবার এক সংস্থার সিইও হিসেবে দায়িত্ব নিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবট। হংকংয়ের একটি গেমিং সংস্থা এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। গেমিং সংস্থার নাম নেটড্রাগন ওয়েবসফ্ট। তাং উ নামে একটি চ্যাটবটকে ওই সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে।
জানা গিয়েছে, ওই সংস্থার কাজের পর্যালোচনা করবে এআই চ্যাটবট। নেটড্রাগন ওয়েবসফট সংস্থা জানিয়েছে, কর্পোরেট ম্যানেজমেন্ট, কাজের চাপ কমানো, কর্মক্ষমতা বাড়ানো, অপারেশনাল পারফরম্য়ান্স ঠিক করা, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বড় দায়িত্ব পালন করবে এআই পরিচালিত রোবটটি।
এই সিদ্ধান্তের পরই হংকং স্টক এক্সচেঞ্জেও দর বেড়েছে এই সংস্থার। ভবিষ্যতে মেটাভার্সে কাজ করতে চায় এই সংস্থা। এই সিদ্ধান্তের মাধ্যমেই প্রথম পদক্ষেপ নিল নেটড্রাগন ওয়েবসফট।