আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprise) নতুন শেয়ার বা এফপিও ছাড়ার প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। এবার সংস্থার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন শিল্পপতি গৌতম আদানি। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি।
টুইটারে গৌতম আদানি (Gautam Adani) বলেছেন,"এফপিও প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন। কিন্তু বাজারের অস্থিরতা বিবেচনা করে সংস্থার পরিচালন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এফপিও এগিয়ে নিয়ে যাওয়া নৈতিকভাবে ঠিক হবে না।"
আরও পড়ুন: আদানি গোষ্ঠীর বিপর্যয় হলেও আঁচ পড়বে না, লিখিত বিবৃতি দিয়ে জানাল LIC
বিনিয়োগকারীদের লোকসানের আঁচ থেকে বাঁচাতেই এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত। জানিয়েছেন শিল্পপতি গৌতম আদানি।