বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। সাম্প্রতিক ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা (Bloomberg Billionaires data.) থেকে এমনটাই জানা গিয়েছে। টেসলা সিইও ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরে স্থানেই রয়েছে গৌতমের নাম।
ব্লুমবার্গ বিলিওনেয়ার ডাটা বলছে, ৬০ বছর বয়সী এই ভারতীয় শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিত্তোঁর সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে তৃতীয় স্থান দখল করেছেন আদানি।
দেশের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশের সবথেকে বড় কয়লা ব্যবসায়ী বলেও জানা গিয়েছে। ৩১ মার্চ ২০২১ অবধি আদানি গ্রুপ ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে বলেই জানা গিয়েছে।