২০২৪ অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধি কমতে পারে ৬.৩% পর্যন্ত। বিশ্বব্যাঙ্কের রিপোর্ট জানাচ্ছে, আয়ের বৃদ্ধি অনেকটাই ধীর গতির হয়ে যাওয়ার ফলেই এই হ্রাসের সম্ভাবনা। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতে, ভারতের পরিষেবা ক্ষেত্রে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে ইতিবাচক ঢেউ এসেছিল, তা নানাবিধ বাহ্যিক ঝুঁকির থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে সাহায্য করবে। তবে, বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাবে নেতিবাচক প্রভাব পড়বে দেশের বাণিজ্যক্ষেত্র, এমন ইঙ্গিতও দিচ্ছেন তাঁরা।
২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের রফতানি ক্ষেত্রে ২৪.৫% বৃদ্ধি ঘটেছিল। যা স্পর্শ করেছিল ৮৩.৪ বিলিয়ন ডলারের ম্যাজিক ফিগার। জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া পরিসংখ্যান। অন্যদিকে, গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের রাজস্ব ঘাটতি পৌছে গিয়েছিল ৮২.৮%-তে। সেখান থেকে ডিজিপি-র অন্তত ৬.৪% ঘাটতি হতে পারে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।