এক ধাক্কায় রেকর্ড হারে কমল সোনার বাজার দর। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪০০ টাকা। একইসঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৪৩০ টাকা। কমেছে রুপোর দামও। কেজি প্রতি রুপোর দর কমেছে ১ হাজার টাকা।
শুক্রবার দাম কমার পর ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫ হাজার ৯০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৫৫৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৫ হাজার ৫৩০ টাকা। ১ কেজি রুপোর নতুন দাম হয়েছে ৭১ হাজার টাকা।
আরও পড়ুন- সংস্থার খরচ কমাতে ১৮০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত অ্যামাজনের
নতুন বছরের শুরু থেকেই মহার্ঘ্য হয়েছে হলুদ ধাতু। বৃহস্পতিবারও বেড়েছিল সোনার বাজার দর। কিন্তু শুক্রবার বাজার খুলতেই মুখে হাসি ক্রেতাদের। লাফিয়ে বেশ খানিকটা দাম কমেছে সোনার। কয়েকদিন পর থেকেই ফের দেশজুড়ে শুরু হবে বিয়ের মরশুম। ফলে, শুক্রবারের বাজার দর যে মধ্যবিত্তের চিন্তা কমিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।