পর পর দু'দিন কমলো সোনার দাম (Gold Price dropped)। বুধবার সোনার পাশাপাশি দাম কমেছে রূপোরও। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম কমেছে ১৭০ টাকা। পাশাপাশি, কমেছে রুপোর দামও। বুধবার ১ কেজি রুপোর দাম (Silver Price) কমেছে ৩০০ টাকা।
বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম(Gold Price Dropped) হয়েছে ৫ হাজার ১৩০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর ৫১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৫৯৬ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৫৫ হাজার ৯৬০ টাকা।
আরও পড়ুন- Joshi Math Update: জোশীমঠের পর এবার আলিগড়, একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে কাওয়ারিগঞ্জের বাসিন্দারা
অন্যদিকে, রূপোর দাম(Silver Price Dropped) কমেছে গ্রামে ৩০ টাকা। বুধবার ১ কেজি রুপোর দাম হয়েছে ৭১, ৫০০ টাকা।