লক্ষ্মীবারে ফের দাম কমল সোনার। বৃহস্পতিবার বাজার খুলতেই ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) কমেছে ৪০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২১০ টাকা। স্বস্তি দিয়েছে রুপোর দামও (Silver Price)। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৯৫০ টাকা।
নতুন দাম অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৫ হাজার ৬৯৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দর ৫৬ হাজার ৯৫০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৬৯ হাজার টাকা।
আরও পড়ুন- রেপো রেট বৃদ্ধির ফল মধ্যবিত্ত'র ঘাড়ে, বাড়ছে স্টেট ব্যাঙ্ক সহ অন্য ব্যাঙ্কের লোনের EMI
বিয়ের মরশুমে আন্তর্জাতিক বাজারের প্রভাবে প্রায় রোজই বেড়েছিল সোনার দাম। তবে, বুধ এবং বৃহস্পতি পরপর দু'দিন সোনার দাম কমতেই স্বাভাবিক ভাবেই মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।