ফের স্বস্তি সোনার দামে। শুক্রবার বাজার খুলতেই আরও সস্তা হল সোনা। এই নিয়ে কলকাতার বাজারে পরপর তিন দিন দাম কমল সোনার। কমেছে রুপোর বাজার দরও। ফলে স্বাভাবিক ভাবেই মুখে হাসি ক্রেতাদের।
শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) কমেছে ২০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৪৪০ টাকা। স্বস্তি দিয়েছে রুপোর দামও (Silver Price)। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
আরও পড়ুন - রেপো রেট বৃদ্ধির ফল মধ্যবিত্ত'র ঘাড়ে, বাড়ছে স্টেট ব্যাঙ্ক সহ অন্য ব্যাঙ্কের লোনের EMI
নতুন দাম অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫ হাজার ১৮০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫১ হাজার ৮০০ টাকা।
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৫ হাজার ৬৫১ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দর ৫৬ হাজার ৫১০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৬৮ হাজার ৬০০ টাকা।