বৈশাখ মানেই বিয়ের মরসুম। গত কয়েকদিন ধরেই হাত ছোঁয়ানো যাচ্ছে না সোনায়। লক্ষ্মীবারে সামান্য কমেছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা। এদিন এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৭,৬৪০ টাকা।
এদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও কমেছে মাত্র ১০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৭৪,১১০ টাকা।
রুপোর দামেও সামান্য স্বস্তি ফিরেছে। এদিন ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ১০০ টাকা। বৃহস্পতিবার ১ কেজি রুপোর দাম ৮৬,৪০০ টাকা।