বৈশাখে এই প্রথমবার বেশ খানিকটা স্বস্তি। চলছে বিয়ের মরশুম। গত কয়েকদিনে কার্যত হাত ছোঁয়ানো যাচ্ছিল না সোনায়। অবশেষে মঙ্গলবার এক লাফে অনেকটাই কমেছে সোনার দাম।
এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ১৪০০ টাকা। এর জেরে, এই পরিমাণ সোনার নতুন দাম ৬৬,১৫০ টাকা। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দামও কমেছে ১,৫৩০ টাকা। অর্থাৎ মঙ্গলবার ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৭২,১৬০ টাকা।
KMC-Plastic: প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ কলকাতা পুরসভার, করা হল বড় পদক্ষেপ
কেজিতে একলাফে আড়াই হাজার টাকা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৮৩,০০০ টাকা।