দেশ জুড়ে বিয়ের মরশুম (Wedding Season) চলছে। এর মধ্যেই দাম কমল সোনার (Gold Price)। শুক্রবার বাজার খুলতেই মুখে হাসি ক্রেতাদের। সপ্তাহের শেষ কাজের দিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ৫৫০ টাকা। স্বস্তি দিচ্ছে রুপোর বাজার (Silver Price) দরও। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৫৫০ টাকা।
শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৫ হাজার ২৪০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৫২ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৭১৬ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৫৭ হাজার ১৬০ টাকা। ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৭০ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন- মেটা-মাইক্রোসফট-ডেলের পর ইয়াহু, কাজ হারানোর আশঙ্কা সংস্থার ১৬০০ কর্মীর
বিয়ের মরশুমে উপহার, কনে কিংবা বরকে সোনার গয়না দেন অনেকেই। কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়েই প্রায়শই বাড়ছে সোনার দাম। ফলে,রীতিমতো মাথায় হাত পড়ছে ক্রেতাদের। কিন্তু সপ্তাহের শেষে ফের সোনা সস্তা হতেই সাময়িক স্বস্তিতে ক্রেতারা।