নববর্ষে স্বস্তি। শনিবার বছরের প্রথম দিনেই কমল সোনার দাম। গত কয়েকদিন লাগামছাড়া সোনার দামে হাত পুড়েছে মধ্যবিত্তের৷ এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট খুচরো সোনার দাম কমেছে ৭০০ টাকা। অন্যদিকে গতকালের তুলনায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ৭৬০ টাকা।
Barabazar News: বড়বাজার থেকে উদ্ধার কোটি টাকার সোনা, নগদ কয়েক লক্ষ টাকা, ধৃত ৬
এর নিরিখে পয়লা বৈশাখে ২২ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম ৫৫,৯৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৬১,০৪০ টাকা। কেজিতে ১১০০ টাকা কমেছে রুপোর দাম। রুপোর নতুন দাম ৭৮,৫০০ টাকা।