বুধবার সামান্য দাম কমলেও, বৃহস্পতিবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের। লক্ষ্মীবারে ফের দাম বাড়ল সোনার (Gold Price)। এদিন দাম বেড়েছে রুপোরও (Silver Price)। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫৫০ টাকা। কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।
বৃহস্পতিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫,৩৫৫ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫৩,৫৫০ টাকা।
আরও পড়ুন - বিশ্বজুড়ে আর্থিক মন্দার প্রভাব, ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা
অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৮৪২ টাকা। ১০ গ্রাম পাকা সোনার নতুন দাম হয়েছে ৫৮,৪২০ টাকা। কেজিতে ২০০ টাকা বেড়েছে রুপোর দাম। বুধবার ১ কেজি রুপোর বাটের নতুন দাম যাচ্ছে ৬৯,২০০ টাকা।