বৃহস্পতিবারের পর শুক্রবার। ফের দাম বাড়ল সোনার। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৬০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ২২০ টাকা। দাম বেড়েছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা।
শুক্রবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম গয়নার সোনার নতুন দাম যাচ্ছে ৫৫ হাজার টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৬০ হাজার টাকা। এক কেজি রুপোর বাটের নতুন দর হয়েছে ৭৩ হাজার টাকা।
আরও পড়ুন - প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর, বাড়ানো হল আধার-ভোটার কার্ড লিঙ্কের সময়সীমা
বুধবার সামান্য দাম কমেছিল সোনার। কিন্তু বৃহস্পতি এবং শুক্রবার পর পর দু'দিন সোনার দাম বাড়তেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।