পর পর দুদিন সোনার দাম অপরিবর্তিত থাকার পর সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই মুখে হাসি মধ্যবিত্তের। সোমবার দাম কমল সোনার সোমবার এক গ্রাম গহনার সোনার দাম কমেছে ৩০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ৩০০ টাকা। এর ভিত্তিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার নতুন দাম ৫৪, ৭০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৩০ টাকা। এর ভিত্তিতেই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার নতুন দাম ৫৯, ৬৭০ টাকা।
Gargi Roy Chowdhury: অতনু ঘোষের ছবিতে গার্গীর গলায় রবীন্দ্র সঙ্গীত, মুগ্ধ হল দর্শক
এদিকে রুপোর দাম ও কমেছে ৫০০ টাকা। সোমবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪,৪০০ টাকা। আসছে বৈশাখ মাস, সামনেই বিয়ের মরসুম তাই যারা ঘরে সোনা তুলতে চান তারা এখনই কিনে রাখতে পারেন।