সপ্তাহের শেষ দিন আরও চওড়া হল মধ্যবিত্তের হাসি। রবিবার বাজার খুলতেই সামান্য কমল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা। যার নিরিখে এই পরিমান সোনার নতুন দাম যাচ্ছে ৫৬,৪৯০ টাকা।
Robot Manicure: নেইল এক্সটেনশন, নেইল পেইন্ট এবার করবে রোবটই , দেখুন ভিডিয়ো
অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও কমেছে মাত্র ১০ টাকা। এর ভিত্তিতে রবিবার ১০ গ্রাম পাকা সোনার ২৪ ক্যারেটের নতুন দাম যাচ্ছে ৬১,৬৩০ টাকা। এদিন অপরিবর্তিত রয়েছে রুপোর দাম ,কোনও হেরফের নেই। ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৭,৭০০ টাকা।