এক ধাক্কায় ৭০০ টাকা দাম বাড়ল সোনার। যার ফলে বেশ সমস্যায় পড়তে পারেন ক্রেতারা। গোল্ড রিটার্নের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৭ হাজার ৩০০ টাকা। বুধবার যা ছিল ৬৬ হাজার ৬০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৭০০ টাকা করে দাম বেড়েছে।
অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৭৭০ টাকা। বুধবার দাম ছিল ৭২ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৪২০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে। যার ফলে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। প্রতি এক কেজিতে রুপোর দাম কমেছে ১০০টাকা। ফলে বৃহস্পতিবার দাম হয়েছে ৯১ হাজার ৬০০ টাকা।