উৎসবের মরশুমে স্বস্তি। হোলির দিন অর্থাৎ বুধবার বাজার খুলতেই ফের লাফিয়ে দাম কমল সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ৬৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭২০ টাকা। কিলো প্রতি রুপোর (Silver Price) বাটের দাম কমেছে ১ হাজার ৪৫০ টাকা।
বুধবার ২২ ক্যারেট ১ গ্রাম গহনার সোনার দাম রয়েছে ৫,১০০ টাকা, এবং ১০ গ্রামের দাম ৫১,০০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার (Gold) দাম ৫,৫৬৩ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৫,৬৩০ টাকা। ১ কেজি রুপোর (Silver) বাটের দাম ৬৫ হাজার ৫৫০ টাকা।
আরও পড়ুন - ফের কর্মী ছাঁটাই মেটায়, এবার চাকরি যাচ্ছে ১০০০ জনের
মার্চের শুরু থেকেই মহার্ঘ্য সোনা। এর মধ্যেই সপ্তাহের মাঝে পর পর দু'দিন সোনা-রুপোর দাম কমতে স্বাভাবিক ভাবেই খুশি ক্রেতারা।