লক্ষ্মীবারে দাম কমল সোনা-রুপোর। বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৯,৬০০ টাকা। হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম ৫৬,৯৫০ টাকা। বুধবারের থেকে একধাক্কায় অনেকটাই দাম কমেছে। এখনও পর্যন্ত এই সপ্তাহে এটাই সবথেকে কম দাম।
আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম বাড়ে সোনার। বুধবার ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৫৯,৭৫০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৭,১০০ টাকা। বৃহস্পতিবার সেই দাম অনেকটাই কমায় খুশি মধ্যবিত্ত।
আরও পড়ুন: মঙ্গলের পর বুধেও স্বস্তি, সোনা-রুপোর দাম কত জেনে নিন