পয়লা বৈশাখের আগে স্বস্তি। বৃহস্পতিবার বাজার খুলতেই মুখে হাসি ক্রেতাদের। লক্ষ্মীবারে এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল সোনার। যদিও অস্বস্তি দিচ্ছে রুপোর বাজার দর।
বৃহস্পতিবার কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। সোনার দাম কমলেও কেজি প্রতি রুপোর বাজার দর বেড়েছে ৬৫০ টাকা।
বুধবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৬ হাজার ১০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৬১,২০০ টাকা। এদিন এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৮ হাজার টাকা।