সপ্তাহান্তে বাড়ল সোনার দাম। দাম বাড়লেও খুব একটা প্রভাব পড়বে না ক্রেতাদের উপর। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৪,৭১০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম ৫৯,৬৮০ টাকা । শুক্রবারের তুলনায় গ্রাম প্রতি ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাটে ১ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৭১ টাকা। এবং ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৪ হাজার ৭১০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম রয়েছে ৫৯,৬৮০ টাকা । সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। শনিবার ১ কেজি রুপোর দাম ৭৪ হাজার টাকা।
উল্লেখ্য, শুক্রবারের থেকে সোনার দাম বাড়লেও তা খুবই কম। তার প্রভাব ক্রেতাদের উপর পড়বে না বলেই ধারণা।