রবিবার বাড়ল না সোনা ও রুপোর দাম। ফলে বিয়ের মরশুমে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত বাঙালি। একনজরে দেখে নেওয়া যাক রবিবার সোনা ও রুপোর দাম-
শনিবার ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬,৩৫০ টাকা। রবিবারও একই দাম রয়েছে। অন্যদিকে ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৭২ হাজার ৩৮০ টাকা। সপ্তাহান্তে ওই দামেও কোনও পরিবর্তন নেই।
রবিবার রুপোর দামও অপরিবর্তিত। শনিবার ১ কেজি রুপোর দাম ছিল ৯২ হাজার টাকা। রবিবার সেই দাম অপরিবর্তিতই রয়েছে।