মধ্যবিত্তদের স্বস্তি। শনিবার দাম কমল ২৪ ক্যারেট পাকা সোনার। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮০০ টাকা। শুক্রবারের থেকে ৪৫০ টাকা দাম কমেছে সোনার।
১০ গ্রাম ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ৬০,১০০ টাকা। হলমার্ক ১০ গ্রাম সোনার দাম ৫৭,১৫০ টাকা। কলকাতা রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। ১০০ গ্রাম রুপোর দাম ৭,৬৪০ টাকা।
কলকাতার পাশাপাশি, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়েও শনিবার সোনার দাম নিম্নমুখী। বিয়ের মরশুমে সোনার দাম সামান্য কমায় খুশি মধ্যবিত্ত।