সপ্তাহান্তে স্বস্তি মধ্যবিত্তের। কারণ রবিবার অপরিবর্তিত সোনার দর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৪০০ টাকা। একই দর ছিল শনিবারও।
শুধু ২২ ক্যারেট নয় ২৪ ক্যারেট সোনার দামও অপরিবর্তিত। শনিবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৭২ হাজার ৫৫০ টাকা। রবিবারও ওই একই দর রয়েছে।
Read More- ভোটগ্রহণ পর্ব মিটতেই নদিয়ায় গুলি করে খুন! নিহত যুবক BJP-কর্মী বলে দাবি মৃতের ভাইয়ের
সোনার পাশাপাশি রুপোর দরও অপরিবর্তিত রয়েছে। রবিবার ১ কেজি রুপোর বাটের দাম ৯৩ হাজার ৫০০ টাকা। একই দাম ছিল শনিবারও।