ফের চিন্তা বাড়ল। বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার। ফলে নতুন গহনা কিনতে বা তৈরি করতে পকেটে টান পড়বে মধ্যবিত্তের।
সোমবারের তুলনায় মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বাড়ল ৩০০ টাকা। ফলে গতকাল দাম ছিল ৬৬ হাজার ৫০ টাকা, সেই দাম বেড়ে এদিন দাম হয়েছে ৬৬ হাজার ৩৫০ টাকা।
অন্যদিকে ২৪ ক্যারাট গহনা সোনার দাম বেড়েছে ৩৩০ টাকা। সোমবার সোনার দাম ছিল ৭২ হাজার ৫০ টাকা। এবং মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ৭২ হাজার ৩৮০ টাকা।
সোমবারের তুলনায় রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। গতকাল ১ কেজি রুপোর দাম ছিল ৮৪ হাজার টাকা মঙ্গলবার সেই দাম হয়েছে ৮৫ হাজার টাকা।