লক্ষ্মীবারে দাম বাড়ার পর সাময়িক স্বস্তি। শুক্রবার কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনার দর। গহনা সোনা ও পাকা সোনা দুইয়েরই দামই অপরিবর্তিত রয়েছে।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার অপরিবর্তিত দাম রয়েছে ৬৭ হাজার টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার অপরিবর্তিত দাম রয়েছে ৭৩ হাজার ৯০ টাকা ।
চলতি মাসের শুরু থেকেই মহার্ঘ্য রুপোর দাম। পরপর চারদিন দাম বাড়ার পর শুক্রবার সকালেও কলকাতার বাজারে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে আরও ২০০ টাকা। ফলে কেজি প্রতি রুপোর নতুন দাম হয়েছে ৯৩ হাজার ২০০ টাকা।