মধ্যবিত্তের অস্বস্তি। রবিবার ফের দাম বাড়ল সোনার। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৫৯,৯৫০ টাকা। শনিবারের থেকে ২০০ টাকা দাম বেড়েছে। হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৭,৩০০ টাকা। দাম বেড়েছে রুপোরও।
শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৯,৭৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৭,১০০ টাকা। রবিবার একধাক্কায় অনেকটাই দাম বাড়ায় চাপে মধ্যবিত্ত। শ্রাবণ মাসে বিয়ের মরশুম চলছে। সোনার দাম বাড়ায় মুশকিলে পড়তে পারেন অনেকেই।
রুপোর দামও অনেকটা বেড়েছে। রবিবার এক কেজি রুপোর দাম হয়েছে ৭৫,১০০ টাকা। এক ধাক্কায় ৩০০ টাকা দাম বেড়েছে রুপোর।