সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিনে খানিক স্বস্তি। শুক্রবার কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনার দর। পর পর ৪ দিন দাম বাড়ার পর শুক্রবার সোনার দর দেখে বেশ খানিকটা স্বস্তিতে ক্রেতারা। এদিন কমেছে রুপোর দরও।
শুক্রবারের গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার (Gold Price) বাজার দর যাচ্ছে ৫,৪৫০ টাকা। ১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,৯৪৫ টাকা। কেজি প্রতি ৫০০ টাকা কমে রুপোর নতুন বাজার দর যাচ্ছে ৭৬ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন - চাঁদের মাটিতে ভারত, অর্থনীতি ও স্টক মার্কেটে প্রভাব নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা
একনজরে দেখে নেওয়া যাক ১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার বাজার দর
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৫০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৫,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৪৫ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৪,৫০০ টাকা