সামনেই আসছে বিয়ের মরসুম| তার আগে যাঁরা সোনা কেনার কথা ভাবছেন, আজ কিন্তু তাদের জন্য মোক্ষম দিন | সপ্তাহের দ্বিতীয় দিনেই ক্রেতাদের মুখে হাসি। সোম বারের পর মঙ্গলবারও সস্তা হল সোনা|
মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে 350 টাকা, এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৭,১০০ টাকা|
এদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ও কমেছে 380 টাকা, অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৭৩,২০০ টাকা|
কেজিতে ৫০০ টাকা কমেছে রুপোর দাম, মঙ্গলবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯৪,৫০০ টাকা|