মাসের প্রথম দিনেই মধ্যবিত্তের জন্য দারুন সুখবর। গত কয়েকদিন সোনা ঘরে তোলার কথা কার্যত ভাবতেই পারছিলেন না কেউ। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দাম। পয়লা তারিখেই বেশ কিছুটা স্বস্তি।
বুধবার ১ লাফে ১০০০ টাকা কমেছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমে নতুন দাম দাঁড়িয়েছে ৬৫,৫৫০ টাকায়।
Loksabha Election 2024 : দেবের সমর্থনে ঘাটালে প্রচার কাঞ্চনের, কল্যাণ প্রসঙ্গ উঠতেই কী বললেন বিধায়ক ?
অন্যদিকে, ১০৯০ টাকা কমেছে ২৪ ক্যারেট পাকা সোনার দাম। এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৭১,৫১০ টাকা।
কেজিতে ৫০০ টাকা কমেছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৮৩,০০০ টাকা।