আজ অক্ষয় তৃতীয়া। সংস্কৃত অনুসারে, 'অক্ষয়' শব্দের অর্থ হল যার কোনও 'ক্ষয়' নেই। অর্থাৎ যা সারাজীবন অক্ষত থাকে। তাই মনে করা হয় এই শুভক্ষণে কোন কাজ করলে তা অক্ষয় থাকে। এমন দিনে ঘরে তুলে রাখতে পারেন সোনা।
Eid-Semai Recipe: রমজান শেষে চাঁদরাত, আজ খুশির ইদ, দাওয়াতে পাতে থাক সুস্বাদু সেমাই
শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে ৩০০ টাকা, এর ভিত্তিতে এই পরিমাণ সোনার আজকের দর যাচ্ছে ৫৫,৭৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম কমেছে ৩৩০ টাকা। এর ভিত্তিতে নতুন দাম ৬০,৮২০ টাকা। কেজিতে ৭০০ টাকা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম যাচ্ছে ৭৬,৯০০ টাকা।