সোমবার বাজার খুলতেই ক্রেতাদের মুখে স্বস্তির হাসি। সপ্তাহের প্রথম দিনেই দাম কমল সোনার। সোমবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম কমেছে ১০০ টাকা। এর নিরিখে এই পরিমান সোনার নতুন দাম যাচ্ছে ৫৪,৪৫০ টাকা ,একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রামের দামও কমেছে ১০০ টাকা। সুতরাং, সোমবার ২৪ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার নতুন দাম ৫৯,৪১০ টাকা।
WB Panchyet Repoll : শনিবার দেখা মেলেনি বাহিনীর, পুনর্নির্বাচনে উল্টো ছবি, জওয়ানদের ঘেরাটোপেই চলছে ভোট
সোনার দাম কমলেও রুপোর দাম রয়েছে অপরিবর্তিত। রবিবারের মতো সোমেও ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৩,০০০ টাকা।