পরপর কয়েকদিন রেকর্ড হারে দাম বাড়ার পর রবিবার অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price)। তাতেও স্বস্তির কিছু নেই। কেননা শনিবারেই ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ১৫০০ টাকা, এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছিল ১৬৩০ টাকা। রবিবার অপরিবর্তিত রয়েছে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম ৫৫ হাজার ৩০০ টাকা, এবং একই পরিমাণ সোনার ২৪ ক্যারেটের দাম ৬০ হাজার ৩২০ টাকা
Solanki Roy: 'আমি উপভোগ করি', গসিপ থেকে ট্রোলিং প্রসঙ্গে সোজাসাপ্টা উত্তর শোলাঙ্কির
শনিবার প্রায় ২৩০০ টাকা দাম বাড়ার পর, রুপোর দামও হেরফের হয়নি রোববারে। এদিন এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭২,১০০ টাকা।