ভোটের বাজারে আগুন সোনার দাম। সোমবার হাত ছোঁয়ানো দায় সোনায়। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৫০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৮,৯০০ টাকা।
দাম বেড়েছে পাকা সোনারও। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ৫৪০ টাকা, যার জেরে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৭৫,১৬০ টাকা।
ধরা ছোঁয়ার বাইরে রুপোর দাম। সোমবার এক লাফে কেজিতে ৩৫০০ টাকা বেড়েছে রুপোর দাম। এর নিরিখে এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯৬,৫০০ টাকা।