কমার লক্ষণই নেই। বৈশাখের শুরুতে ফের চড়া। শুক্রবার লাফিয়ে বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৫০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৮,১৫০ টাকা।
Pushpa 2: মুক্তির আগেই ব্লকবাস্টার, ইতিমধ্যেই পুষ্পা-২ এর লক্ষ্মীলাভ ৫০০ কোটি
অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দামও বেড়েছে ৫৪০ টাকা। অর্থাৎ এদিন এই পরিমাণ সোনার দাম যাচ্ছে ৭৪,৩৪০ টাকা।
স্বস্তি সামান্য এই যে, এদিন নড়চড় নেই রুপোর দামে। গতকালের মতোই শুক্রবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৮৬,৫০০ টাকা।