শনিবারের পর রবিবারেও স্বস্তি। সপ্তাহের শেষ দিনে কলকাতার বাজারে অপরিবর্তিত রইল সোনার দর। স্বস্তি দিচ্ছে রুপোর দামও। এদইন কলকাতার বাজারে রুপোর দামেও কোনও নড়চড় হয়নি।
রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার অপরিবর্তিত দর যাচ্ছে ৬৬ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম গয়না সোনার অপরিবর্তিত দর ৭২ হাজার ৪৪০ টাকা। আর ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৩৩০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯১ হাজার ৫০০ টাকা।