শুক্রবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি। এর জেরে স্বস্তি ফিরেছে বঙ্গে। এদিন সোনার দামেও মিলেছে সাময়িক স্বস্তি। এদিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম।
শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম রয়েছে অপরিবর্তিত। সুতরাং বৃহস্পতিবারের মতো শুক্রবারেও দাম যাচ্ছে ৬৬,৭০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দামও রয়েছে অপরিবর্তিত। এদিন এই পরিমাণ সোনার দাম যাচ্ছে, ৭২, ৭৭৬ টাকা।
এদিন রুপোর দামেও সাময়িক স্বস্তি। ১ কেজি রুপোর বাটের দাম কমেছে, ১০০০ টাকা। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯৫,৫০০ টাকা।