চৈত্রের শেষ থেকেই হাত পুড়ছিল সোনায়। নতুন বছরে পর পর দুদিন দাম কমার পর তৃতীয় দিন কোনও হেরফের নেই সোনা রুপোর দামে। সোমবার অপরিবর্তিত রইল সোনা এবং রুপোর দাম। গতকালের মতোই ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৫,৯৪০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ৬১,০৩০ টাকা৷
IPL 2023 : মুম্বই ম্যাচ হারের পর আরও চাপে নাইট অধিনায়ক, এবার জরিমানা
রুপোর দামেও মিলছে স্বস্তি। গত দুদিন ধরে রুপোর দাম রয়েছে অপরিবর্তিত। এর ভিত্তিতে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৮,৫০০ টাকা। চৈত্র সংক্রান্তিতে এক লাফে ৫০০ টাকা বেড়েছিল সোনার দাম৷ পয়লা বৈশাখে সেই দাম কমেছিল ৭০০ টাকা। তারপর থেকেই লাগামে আছে সোনার দর।