বিয়ের মরসুমে ঘরে সোনার তোলার আগে একটিবার জেনে যেতে পারেন দামটা। কারণ আজ খানিকটা স্বস্তি মিলেছে। শুক্রবার সোনার দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ আগের দিনের মতোই এই পরিমাণ সোনার দাম যাচ্ছে ৫৭,৫০০ টাকা।
অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দামও রয়েছে অপরিবর্তিত। এই পরিমাণ সোনার দাম ও যাচ্ছে ৬২,৭৩০ টাকা।
Brian Lara: লর্ডস নয়, ক্রিকেটের পীঠস্থান ইডেন! লয়েডের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টিম ইন্ডিয়ার তুলনা লারার
মজার ব্যাপার হল, রুপোর দামও এদিন অপরিবর্তিত। অর্থাৎ গতকালের মতোই এদিনের এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে, ৭৯,২০০ টাকা।