বৈশাখের শুরু থেকেই দাম কমার কোনও লক্ষণই ছিল না। শনিবার সামান্য দাম কমার পর , রবিবার খানিক স্বস্তি। এদিন নতুন করে আর নড়চড় নেই সোনার দামে।
এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম অপরিবর্তিতই রয়েছে। এর নিরিখে ২২ ক্যারেট ১০ গ্রামের দাম যাচ্ছে ৬৮,০৫০ টাকা। এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৭৪,২৪০ টাকা।
রবিবার রুপোর দামেও কোনও নড়চড় নেই। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৮৫,৫০০ টাকা।