রবিবার অপরিবর্তিত থাকার পর সোমবার ফের কমল সোনার দাম (Gold Price Dropped)। সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫,২১০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫২,১০০ টাকা। রুপোর দামও কমেছে ১০ টাকা (Silver Price)। সোমবার ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৬,৮৩০ টাকা। ১ কেজি রুপোর বাটের নতুন বাজার দর ৬৮,৫০০ টাকা।
আরও পড়ুন- Howrah Bus Accident: 'বেপরোয়া' ডাম্পারের ধাক্কা, উল্টে গেল যাত্রীবাহী বাস, দাসপুরে আহত ১৫ জন
পরপর কয়েকদিন সোনার দাম কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছিলেন মধ্যবিত্ত ক্রেতারা। এবার সপ্তাহের শুরুতেই ফের দাম কমায় খুশির রেশ ক্রেতাদের মধ্যে।