মধ্যবিত্তের জন্য খুশির খবর। লাগাতার তিনদিন ধরে কমছে সোনার দাম(Gold Price)। ফলে এই সুযোগ নষ্ট করলে পস্তাতে হবে আপনাকেই।
জানা গেছে, পাকা সোনা, গয়নার সোনা বা হলমার্ক সোনার দাম কমেছে ৩৫ টাকা করে। ২৪ ক্যারেটের ১ গ্রাম পাকা সোনার দাম ৩৫ টাকা কমে হয়েছে ৫,২৩০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের ১০ গ্রাম পাকা সোনার দাম ৩৫০ টাকা কমেছে। গয়নার ২২ ক্যারেটের সোনার ১ গ্রামের দাম কমে হয়েছে ৪,৯৬০ টাকা। হলমার্ক সোনার(Hallmark Gold Price) দাম কমে হয়েছে ৫,০৩৫ টাকা।
আরও পড়ুন- Petrol-Diesel price hike : মধ্যবিত্তদের চাপ বাড়িয়ে ফের মহার্ঘ জ্বালানি, আট দিনে সাত বার বাড়ল দাম
গত এক সপ্তাহে এই নিয়ে তিনবার কমলো সোনার দাম(Gold Price)। ২২ মার্চ ৫০ টাকা, ২৪ মার্চ ৫০ টাকা এবং আজ মঙ্গলবার ৩৫ টাকা দাম কমলো সোনার।