সোমবারই সুখবর। সপ্তাহের প্রথম দিন অনেকটা সস্তা হল সোনা (Gold Price Fall)। এদিন এক লাফে অনেকটা দাম কমে সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার (22 Carot Gold 10 Gram) দাম কমল ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২২০ টাকা।
সোমবার দুপুর ১টা পর্যন্ত ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৩৮,০৮০ টাকা। ১০ গ্রামের দাম ৪৭,৬০০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার দাম ৫১,৯৩০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম ৫৬,২০০ টাকা।
আরও পড়ুন: ২৬ অগাস্ট পর্যন্ত সস্তায় সোনা কেনার সুযোগ, বিস্তারিত জেনে নিন
এদিন সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। বিশ্ব বাজারেও সামান্য দাম কমেছে সোনার। আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ১৭৪৬.৫৭ ডলার। বিশ্ববাজারে সোনার দামের পতনের প্রভাবই পড়েছে ভারতে।